খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণরে বিচারের দাবিতে সমাবশে: সেনা গাড়িতে হামলা, ফের অবরোধ 

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতনিধি: খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে জুম্মু ছাত্র জনতা।  ২৬ সেপ্টেম্বর  শুক্রবার  দুপুরে শহরের চেঙ্গী স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।।

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে “জুম্ম ছাত্র-জনতা”র ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এটি মহাসমাবেশে পরিণত হয়। সেখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ ঢল নামে। সভাপতিত্ব করেন শিক্ষার্থী নেতা উক্যেনু মারমা।

সমাবেশে বক্তারা বলেন,  “বিচারহীনতার সংস্কৃতি পাহাড়-সমতলে নারী নির্যাতনকে উসকে দিচ্ছে। তিন দিন পার হলেও পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করতে না পারা দুঃখজনক।”

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, শনিবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হবে। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পরবর্তী কর্মসূচি স্থগিত রাখা হবে। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে লাগাতার হরতাল দেওয়া হবে।

দুপুরে সমাবেশ শেষে বের হওয়া বিক্ষুব্ধ একদল যুবক সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির জানালা ভেঙে যায় এবং তিন সেনা সদস্য গুরুতর আহত হন। শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।পরে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসন জানায়, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে ধর্ষণ মামলার অন্যতম আসামি শয়ন শীলকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই উত্তাল পরিস্থিতি বিরাজ করছে পাহাড়ে।