• December 12, 2024

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী আটক

 খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী রাসেলকে আটক করেছে পুলিশ। রাসেল সিএনজি চালক বলে জানা গেছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরি পাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকী দাসকে(৫০) নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। এ সময় নারীর গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, সিএনজি চালক রাসেল চুমকী দাসের পুত্র প্রান্ত দাশ থেকে বেশ কিছুদিন আগে একলক্ষ টাকা হাওলাত নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সাথে বিরোধ দেখা দেয়। হত্যার আগে রাসেল চুমকী দাশের সাথে কথা বলতে বাসায় গিয়েছিল।

খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, এটি বিচ্ছিন্ন ও চুরির ঘটনা। ঐ নারীর শরীরের স্বর্ণালংকার নিয়ে যেতে বাঁধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা নিছক অপপ্রচার।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম জানান, সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

চুমকি দাশের ছেলে প্রাপন্ত দাস সন্ধ্যায় গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply