• January 15, 2025

খাগড়াছড়িতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৫) জেলা পর্যায়ে বাছাই

 খাগড়াছড়িতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৫) জেলা পর্যায়ে বাছাই

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৫) জেলা পর্যায়ে বাছাই হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে খাগড়াছড়ি ঐতিহ্যবাহী স্টেডিয়ামে জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা পর্যায়ে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মারুফ বলেন, খেলার ধুলার চর্চার মাধ্যমে নিজেদেরকে ডেভলপ করতে পারলে সমাজ ও দেশ বদলে যাবে উন্নয়নের দিকে।
তিনি আরো বলেন, যত প্রতিযোগিতা অন্যের সাথে করবে তত স্কিল বাড়বে, ভালো করতে পারবে।
ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন লাইসেন্স ফুটবল কোজ তুহিন কুমার দে, জেলা ক্রীড়া অফিসের স্টাফ চিংওয়াই মারমা, নাদিরা আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ খেলায় মাটিরাঙার গোমতী ফুটবল একাডেমি, দীঘিনালা ফুটবল একাডেমি, পার্বত্য ফুটবল একাডেমি, খাগড়াছড়ি ফুটবল একাডেমি দলের অংশ গ্রহণ করেছে ৬০ জন খেলোয়াড় ।

ফাইনাল খেলায় নির্দিষ্ট সময়ে গোল দিতে না পারলেও পেলান্টিকে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে ৪- ৫ গোলে বিজয় অর্জন করেছে গোমতী ফুটবল একাডেমি দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলকে ট্রফি ও সনদ পত্র বিতরণ করা করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।
তাছাড়া সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।
এ খেলা থেকে ৫ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে।
তারা হলেন, লাম্প্রা ত্রিপুরা পিতা- খকন্ড ত্রিপুরা, দিগন্ত ত্রিপুরা পিতা- সুকল ত্রিপুরা, কেজপ্রু মারমা পিতা- উশা মারমা, আদিত্য শীল পিতাঃ শঙ্কর শীল, মাচাং ত্রিপুরা পিতা- উত্তম কুমার ত্রিপুরা।
ক্রীড়া অফিসার হারুন অর রশিদ বলেছেন, ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৫) খাগড়াছড়ি থেকে বাছাইকৃত ৫ জন খেলোয়াড় চট্টগ্রাম বিভাগীয় ক্যাম্পে সুযোগ পাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply