ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: ” ঘুমন্ত জাতি কখনো অধিকার পায় না – আজ না জাগলে কাল ইতিহাস ক্ষমা করবে না।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনীত প্রার্থী, সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এসময় প্রধান অতিথি বলেন, আজকের ছাত্র সমাজ -ই পারে দেশে আগামীর পরিবর্তন আনতে। যেমনটি জুলাই এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে তারা বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ছাত্রদের নিয়ে ভাবতেন। তার সন্তান তারেক রহমানও তরুন ছাত্র সমাজদের পছন্দ করেন। ছাত্র সমাজের মনের ভাবনা জানার চেষ্টা করেন এবং গুরুত্ব দেন। পাহাড়ের মানুষের কথা ভাবেন। তাই শান্তি – শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে আসলে এ জেলায় শান্তি-শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট, মন্দির -মসজিদসহ জেলার উন্নয়নে উন্নয়নে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি লাপ্রুচাই মারমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।