• December 23, 2024

খাগড়াছড়িতে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

 খাগড়াছড়িতে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার মহালছড়ি ও গুইমারায় স্থানীয় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের টিম অবৈধ ভাবে পরিচালিত এস এইচ এস ব্রিকস ও গুইমারার মদিনা ব্রিকসে অভিযান চালিয়ে চিমনি ভেঙে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার চুলার আগুন নিভিয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন,”হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post