খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতম কোরআন ও শোক কর্মসূচি

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে খাগড়াছড়িতে ব্যাপক শোক ও দোয়ার আয়োজন করা হয়েছে। আছরের নামাজের পর জেলা শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে খতম কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের অনন্য উদাহরণ। দেশের গণতন্ত্রের জন্য তার অবদান চিরস্মরণীয়।” এরপর উপস্থিত নেতাকর্মীরা মিলিতভাবে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে দেশনেত্রীর আত্মার শান্তি কামনা করেন। বেগম জিয়ার জানাজায় অংশ নিতে খাগড়াছড়ি থেকে প্রায় ১০ হাজার বিএনপি নেতাকর্মী ঢাকার পথে রওনা দিচ্ছেন। রাত পর্যন্ত শহরের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা ও উপজেলা বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ এবং মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

শোক কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধুই রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেতৃত্বের অনন্য উদাহরণ।” শোক বইতে তিনি দেশনেত্রীর অবদান, ত্যাগ ও নেতৃত্বের প্রশংসা করে লিখেছেন। শোক বইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

শোক প্রকাশের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা স্টেডিয়ামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, প্রতিটি আয়োজনের মাধ্যমে তারা দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার চেষ্টা করছেন।