খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের পিঠা উৎসব, শীতের ঐতিহ্যে মিলন মেলা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শীতের ঐতিহ্য আর সামাজিক বন্ধনের আবহে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ছিল নানা স্বাদের পিঠা আর মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ।

শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার।
যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন,
“এ ধরনের আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
দিনব্যাপী এই পিঠা উৎসবে জেলার ১২টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। ১২টি স্টলে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পসরা বসে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষণ করে।
উৎসবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই পিঠা উৎসবের মাধ্যমে একদিকে যেমন শীতকালীন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, অন্যদিকে তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে উৎসাহিত করাও ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।