• December 22, 2024

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে অনুদানের চেক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট। শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ কর্তৃক খাগড়াছড়ি ও গুইমারা উপজেলার ১৪০ জন সুফলভোগীকে পরিবার প্রতি ৩০ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, ইউনিট সেক্রেটারি মো. শানে আলম, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকি বিল্লাহ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক জেনারেলিস্ট রাকিবুল হাসান প্রমূখ।

এছাড়া রবিবার (১০ অক্টোবর) দীঘিনালা উপজেলার আরও ৬০ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা হারে বিতরণ করা হবে

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post