স্টাফ রিপের্টার: খাগড়াছড়িতে রেডক্রিসেন্ট’র উদ্যোগে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩দিন ব্যাপি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের সহশিক্ষা কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে প্রাথমিক চিকিৎসার সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের উপযুব প্রধান আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনিরুল ইসলাম।
এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা রেড ক্রিসেন্টের ইতিহাস এবং প্রাথমিক চিকিৎসার উপর জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।