খাগড়াছড়ি প্রতিনিধি: “সাংবাদিকদের নিরাপত্তা চাই -স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পরে ৪দফার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
৮ অক্টোবর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংবাদকর্মীরা অংশ নেন। এতে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর ও উপজেলার পেশাজীবী সাংবাদিকরা সংহতি জানান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর নানাভাবে হুমকি-ধমকি ও হামলার ঘটনা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বচ্ছতার পথ রুদ্ধ হয়ে যাবে।
তারা আরও বলেন, স্বাধীনভাবে দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা এবং হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানানো হয়।