খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা আর্থিক অনুদান ও ঢেউটিন পেল তিন পরিবার

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এরই অংশ হিসেবে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান ও বসতঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে ব্যাটালিয়নটি।

সোমবার  খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম-এর তত্ত্বাবধানে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় সুলতানা বেগম এবং মো. খোরশেদ আলম এই দুইজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি
মো. আব্দুল্লাহ আল ফাহাদকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।