গুইমারায় সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও আর্থিক সহায়তা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো ১৪৪ধারা জারী অব্যাহত রয়েছে। বিরাজমান পরিস্থিতির ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ ও সিভিল সার্জন এর প্রতিনিধি রয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে । শহরে টমটম চলাচল করছে । তবে বিজিবি এবং সেনাবাহিনী সন্দেহবাজন হলে জিজ্ঞাসাবাদ করছে। দূরপাল্লার যানবাহন আজ ছেড়ে যাচ্ছে না । সনাতন ধর্মালম্বীরা তাদের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ গুলোতে ভক্তদের উপস্থিতি দেখা যাচ্ছে । এদিকে গুইমারা উপজেলায় ক্ষতিগ্রস্ত রামসু বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পরিবারদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ ও জেলা প্রশাসন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল সহ গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলছেন, হঠাৎ একদল লোকজন এসে দাওয়া পালটা ধাওয়ার রূপ নেয়। এবং কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষে জড়িয়ে দোকান ঘর ভাঙচুর করে অগ্নি সংযোগ করে। দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে দোকান ঘর লোড করে নিয়ে অগ্নিসংযোগ ঘটায়। আমরা যারা এলাকাবাসী রয়েছে ভয়ে আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। স্বাধীনতার পর থেকে এইরকম সংঘর্ষের কাহিনী আমাদের এই এলাকায় কখনো দেখিনি এবং ঘটেনি।