• December 26, 2024

খাগড়াছড়ির আট উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির উপজেলা সমুহের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ২৮  ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ দেন।

খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ শানে আলম- নৌকা (দলীয় প্রতীক), ভাইস চেয়ারম্যান পদে রতাল চৌধুরী (তালা), রনীক ত্রিপুরা (টিউব ওয়েল), আবু হানিফ (টিয়াপাখি), মোঃ আক্তার হোসেন (চশমা), জয় কুমার চাকমা (বই )। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিউসা মগ (প্রজাপতি), বিউটি রানী ত্রিপুরা(পদ্মফুল), সালমা আহমেদ মৌ (কলস) প্রতিক পায়।

পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী বিজয় কুমার দেব (নৌকা), ইউপিডিএফ সমর্থিত প্রার্থী শান্তি জীবন চাকমা (কাপ পিরিচ), ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত প্রার্থী মিটন চাকমা ( আনারস) ।

ভাইস চেয়ারম্যান পদে জনেশ আয়ন চাকমা মুকুল( চশমা), শাহজাহান কবির সাজু (উড়োজাহাজ), মনিন্দ্র লাল ত্রিপুরা ( টিয়া পাখি), প্রশান্ত চাকমা ( টিউবওয়েল), চন্দ্র দেব চাকমা (তালা চাবি), মোঃ হারুনুর রশিদ(মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা ত্রিপুরা (ফুটবল), মিলন বিবি (কলস) ও রত্মা তঞ্চঙ্গা (হাঁস) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

মাটিরাংগা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম (আনারস), মোহাম্মদ আলি (দোয়াত কলম) । ভাইস চেয়ারম্যান পদে মোঃ মনির হোসেন (মাইক), মোঃ আলী হোসেন (চশমা) , মোঃ আবুল বসর (টিউব ওয়েল),  মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (টিয়াপাখি), মোঃ আনিছুজ্জামান (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম (হাঁস), হাছিনা বেগম (কলস), খাদিজা বেগম ( লাঙ্গল), রোজিনা বেগম (প্রজাপতি), মরিয়ম বিবি (ফুটবল)।

মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ( নৌকা) বিনা প্রতিদন্ধিতা নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে তাজুল ইসলাম বাবুল (বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রাহেলা আক্তার (ফুটবল), নুরজাহান আফরিন লাকী (হাঁস), ডলি চৌধুরানী মারমা (কলস), শিউলি বেগম (প্রজাপতি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে বিশ্ব প্রদীপ কুমার কার্বারী (নৌকা), জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে কাজী মোঃ জিয়াউল হক শিপন (তালা), মোঃ আনোয়ার ফারুক (টিয়া পাখি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস নাছিমা আহসান নীলা (প্রজাপতি), মিসেসঃ হাসিনা আক্তার (কলস) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

লক্ষীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বাবুল চৌধুরী (নৌকা) অংগ্যপ্রু মার্মা (মোটরসাইকেল), নীলবর্ণ চাকমা (কাপ পিরিচ), রাজেন্দ্র চাকমা (আনারাস), স্বপন চাকমা(দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে উল্লাচিং মার্মা(চশমা), নুরে আলম (টিউবওয়েল), রাজু চাকমা দীপান্তর (তালা চাবি), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনুচিং মার্মা (পদ্মফুল), মেরিনা চাকমা (ফুটবল), রত্না চাকমা (কলস), সুমনা চাকমা (তীর ধনুক) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক প্রজন্ম লীগের সাধারন সম্পাদক ক্যাজাই মারমা (নৌকা), বিমল কান্তি চাকমা (কাপ পিরিচ), কাকলী খীসা (আনারস) একে এম হুমায়ুন কবির (মটর সাইকেল), সুকুমার চাকমা (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ জসিম উদ্দিন (বই), ক্যাচিংমিং চৌধুরী (উড়োজাহাজ), হৃদয় চাকমা (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুইনুচিং চৌধুরী (প্রজাপতি), ভৌমিকা ত্রিপুরা (কলস), অংম্রা মারমা (পদ্মফুল),স্বপ্না চাকমা (সেলাই মেশিন), মোছাঃ শেফালী আক্তার (ফুটবল) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

দিঘীনালা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম (নৌকা), প্রফুল্ল কুমার চাকমা ( আনারস), উমেশ কান্তি চাকমা (উড়োজাহাজ)।

ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তফা কামাল মিন্টু (টিউবওয়েল), সমদা নন্দ চাকমা (তালা), সুসময় চাকমা (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা (প্রজাপতি), সীমা দেওয়ান (কলসি), লিপি দেওয়ান (ফ্যান)।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ ২০১৯ সোমবার ২য় ধাপে খাগড়াছড়ির ৮ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post