• December 26, 2024

খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বুধবার খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালে সংগঠনের স্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উৎপল চাকমা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সমিতির স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৯৩ ভোট পেয়ে ছাতা প্রতীকে মধু সুদন দেবনাথ সভাপতি ও ২৬৭ ভোট পেয়ে মোমবাতি প্রতীকে মো: ইউনুছ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া ১৮৫ ভোটে মোরগ প্রতীকে মোহাম্মদ হোসেন সহ-সভাপতি এবং ২১৩ ভোট পেয়ে মোবাইল প্রতীকে সুভাষ বড়ুয়া, ঘুড়ি প্রতীকে ১৭৭ ভোটে নুরুল আবছার, হাতি প্রতীকে ১৭৬ ভোটে গোপাল চন্দ্র নাথ, বাই সাইকেল প্রতীকে ১৬০ ভোটে সিরাজ উদ্দিন, শাপলা ফুল প্রতীকে ১৪২ ভোটে মো: ফরিদ ও হরিণ প্রতীকে ১২২ ভোটে জসিম উদ্দিন নির্বাহী সদস্য নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৪৭৭ জন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post