• December 22, 2024

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) এর দুই চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার সদর উপজেলাার পেরাছড়া এলাকায় অভিযান চালিয়ে ২চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

১৪ ডিসেম্বর শনিবার বেলা ২টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের একটি টীম এ অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, ইউপিডিএফ (মূল) এর কয়েকজন সন্ত্রাসীরা উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের একটি অভিযান দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশী কার্যক্রম চালায়। এসময় অভিযান দল কর্তৃক পল্লিময় ত্রিপুরা (৩৪) (পিতাঃ সুনিল বিকাশ রোয়াজা, গ্রামঃ পল্টনজয়পাড়া, উপজেলাঃ সদর, জেলাঃ খাগড়াছড়ি) এবং নিতু চাকমা (৩৫) (পিতাঃ অজিত কুমার চাকমা, গ্রামঃ মাইসছড়ি নোয়াপাড়া, উপজেলাঃ মহালছড়ি, জেলাঃ খাগড়াছড়ি)কে আটক করে। পরবর্তীতে তাদের নিকট হতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড এ্যামোনিশন, ৩টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল নম্বর সম্বলিত নোটবুক উদ্ধার করা হয়।

আটককৃত চাঁদাবাজ পল্লিময় ত্রিপুরা (৩৩) এবং মিতু চাকমা (২৮) ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে উক্ত এলাকার সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post