• November 22, 2024

খাগড়াছড়িতে এনজিও প্রতিনিধিদের সাথে সনাকের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সমমনা উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে খাগড়াছড়ি সদরের স্লুইচগেইট এলাকার সনাক কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন সনাক সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, স্বজন সদস্য অন্তরা তালুকদার, কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ির সমাজ উন্নয়ন কর্মকর্তা চনুমং মারমা, আলো’র প্রোগ্রাম ম্যানেজার ধনেশ্বর দেওয়ান, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর মিনুচিং মারমা, পদক্ষেপের এরিয়া ম্যানেজার মিথুন দেওয়ান, দি লেপ্রশি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট মেডিকেল অফিসার ডাঃ জীবক চাকমা।

উন্মুক্ত আলোচনায়, অংশগ্রহণকারি এনজিও প্রতিনিধিগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাক-টিআইবি’র সাথে সহযোগিতা ও অংশীদারীত্বমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন। একই সাথে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাসমূহের অবদান উল্লেখপূবর্ক তথ্য জানার আধিকার দিবস ২০১৮ সম্মিলিতভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খাগড়াছড়ি’র এরিয়া ম্যানেজার মোঃ আসাদুজ্জামান সনাক, খাগড়াছড়ির বিভিন্ন কার্যক্রম, সফলতা ও অংশীদারিত্বমূলক কর্মকান্ডের নানাবিধ ক্ষেত্রসমূহ উপস্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সদস্য মধুমঙ্গল চাকমা, অংসুই মারমা, সলিতা চাকমা, শরৎ কান্তি চাকমা, টিআইবি’র সহকারি ব্যবস্থাপক  ও ইয়েস সদস্যরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post