• December 5, 2024

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর প্রতিবন্ধি নারীকে গণধর্ষন ও ডাকাতির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে আলোচিত ও চাঞ্চল্যকর প্রতিবন্ধি নারীকে গণধর্ষন ও ডাকাতির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে ৫৯ কার্য দিবসে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

১৮ ডিসেম্বর শুক্রবার সকালে খাগড়াছড়ি কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের মাধ্যমে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মো: গোলাম আফছার। ঘটনার ৫৯ কার্যদিবসের মধ্যে দেশব্যাপী আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করলো। অভিযোগপত্রে সাইফুল ইসলাম ও ওমর ফারুক নামে দুই আসামীকে পলাতক দেখানো হয়েছে।

আদালতে অভিযোগপত্র দাখিলের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো: আব্দুল আজিজ বলেন, মামলায় আসামীরা আজ্ঞাত হলেও পুলিশ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত ৯ আসামীকে চিহিৃত করে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর দুই আসামীকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, গণধর্ষনের ঘটনায় দুটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে। ডাকাতির মামলাটি এখনো তদন্ত চলছে।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রাতে ৯ নর-পশু খাগড়াছড়ি জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় বিন্দু লাল চাকমার ডাকাতির নামে তান্ডবলীলা চালায়। ৯ সদস্যের ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে নিয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে দলবেধে ধর্ষণ করে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।

ধর্ষিতার মা ২৪ সেপ্টেম্বর বিকালে ৯ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা করেন। পুলিশ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের চিহিৃত করে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার রামগড়ের মো: আমিন ওরফে নুরুল আমিন(৪০), দারোগা পাড়ার থেকে মো: অন্তর, জেলা সদরের কুমিল্লা টিলার মো: বেলাল হোসেন(২৩), গুইমারার বড় পিলাকের মো: ইকবাল হোসেন(২১) ও মো: শাহীন মিয়া(১৯), মাটিরাঙার আদর্শ গ্রামের মো: আব্দুল হালিম(২৮) এবং মুসলিম পাড়ার মো: আব্দুর রশীদকে গ্রেফতার করে ও ডাকাতির মালামালসহ ডাকাতির সময় ব্যবহৃত সিএনটি অটো রিক্সাটি উদ্বার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৭ আসামীর মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post