খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু কিশোরদের সেনাবাহিনীর কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু কিশোরদের শীতের কম্বল বিতরণ করেছে পাহাড়ে শান্তিকামী জনগনের নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনা বাহিনী। সোমবার (৮ই জানুয়ারী) দুপুর ১টায় জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি ডিজেবল পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সেন্টারে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন কমান্ডার লে: র্কণেল জি এম সোহাগ পিএসসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোনের জোন উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, প্রতিষ্ঠানের সভাপতি বীরবাহু চাকমা প্রমূখ। এসময় সদর জোন কমান্ডার বলেন, পাহাড়ে কিংবা সমতলে দেশের সবর্ত্রই সেনাবাহিনী মানবতার সেবার পাশাপাশি দেশের স্বাধীনতা রক্ষার কাজে নিজেদের জিবণবাজী রেখে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে প্রায় শতাধিক পাহাড়ি-বাঙালি প্রতিবন্ধী বিভিন্ন বয়সের শিশু কিশোর ছাত্রছাত্রী রয়েছে।