খাগড়াছড়িতে বধ্যভূমি পরিবেশ থিয়েটারের কর্মশালা

 খাগড়াছড়িতে বধ্যভূমি পরিবেশ থিয়েটারের কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একাত্তরের গণহত্যা নিয়ে বধ্যভূমি পরিবেশ থিয়েটারের জেলা পর্যায়ের নাট্যশিল্পী ও সংগঠকদের প্রাক প্রস্তুতিমূলক কর্মশালা শুরু হয়েছে।রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে ভার্চুয়্যালী কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক সুবীর মহাজন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সসম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৭৫ পরবর্তী শক্তি স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে বারবার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শিল্পকর্মের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানায় নাট্য সংগঠক ও শিল্পীরা।

১৯৭১ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দে সংগঠিত গণহত্যার ইতিহাস অবলম্বনে নির্মিত রক্তে ভেজা গৌরবগাঁথার নাটকটি আগামী ডিসেম্বরে মঞ্চায়িত করার পরিকল্পনার কথা বলছেন পরিচালক ও রচয়িতা সুবীর মহাজন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post