গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা

 গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা

বিএম.বাশার, গুইমারা: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার দিক নির্দেশনায় গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত ১০১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

১৯ এপ্রিল শনিবার সকালে গুইমারা অডিটোরিয়াম হলে গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলীর সঞ্চালনায়, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এন আবছার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক জহির আহমেদ, গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ সহ আরো অসংখ্য জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’কে স্বরণ করে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু’স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন এবং আগামির নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার প্রত্যয়ে সু’সুন্দর ঐক্যবদ্ধ হয়ে পথচলার আহ্বান জানান এবং শেষে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply