গুইমারা উপজেলা বিএনপির সাথে জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময়
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা বিএনপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গুইমারা উপজেলা বিএনপি। আজ ০৫মে বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকার সময় গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার নিজ বাস ভবন প্রাঙ্গনে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূঁইয়া(সাবেক এমপি) আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রব রাজা সহ গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ, সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ সহ জেলা উপজেলার শতশত নেতা কর্মীরা।
এ সময় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া সকলের সাথে ঈদ কুশল বিনিময় করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার সহ দেশের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে আমাদের কর্মকান্ড এগিয়ে নিতে হবে সামনে কঠোর আন্দোলনের ভূমিকা শক্ত ভাবে পালন করতে হবে।