• December 26, 2024

গুইমারা উপজেলায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যদিয়ে গুইমারা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে জেলার গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে আত্মত্যাগী শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশবাসীর শান্তি কামনা করা হয়।

এসময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বলেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ত দেশ পেয়েছি, জাতি তাদের কোন দিনও ভুলবে না। তাদের রক্তের ঋণ কোন দিন সোধ হবেনা। অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে কুজকাওয়াজ পরিদর্শন শেষে কলেজ মাঠে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গুইমারা উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানি ভাতা তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post