গুইমারাতে১৪ বছরের পলাতক আসামী গ্রেফতার
গুইমারা প্রতিনিধি: জেলার গুইমারা থানায় জিআর মামলার:২৫০/১০,ধারা :৩৮৫ পেনাল কোড পরোয়ানাভূক্ত ১৪ বছরের পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
২৬জানুয়ারি খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর দিক নির্দেশনায়, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এএসআই মো: শাহনেওয়াজ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গুইমারা থানাধীন ০২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়া এলাকার বসত বাড়ী থেকে আসামীকে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামী কেখাই অং মারমা, হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের মৃত অংগ্য কারবারীর ছেলে ।
গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ১৪ বছর পরে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।