গুইমারাতে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি : গুইমারাতে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনতা মূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেন রামগড় তথ্য অফিস’ গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রামগড় তথ্য অফিসার মো:বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ঝর্না এিপুরা, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম প্রমুখ।