গুইমারাতে ১৯০পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক ১
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বটতলী হাজীপাড়াতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জানুয়ারী রাতে গুইমারা উপজেলার বটতলী হাজীপাড়া এলাকায় এ অভিযান চালায়। এসময় মোঃ ইউসুফ, পিতা-মৃত সোনা মিয়াকে ১৯০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ বিষয়ে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।