খাগড়াছড়ি প্রতিনিধি: “গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে খাগড়াছড়ির সদরস্ত চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়।
১৩ ডিসেম্বর শনিবার সকালে শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে চেলাছড়া পাড়ায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন, জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঙাল হালিয়া ওঙ্কারেশ্বর মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ।
এসময় প্রধান অতিথি জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঙাল হালিয়া ওঙ্কারেশ্বর মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ বলেন, আমাদের সনাতন ধর্ম শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। গীতা শ্রবণ ও নিয়মিত পাঠ করলে শরীর ও মন পবিত্র হয়। মনে প্রশান্তি জন্মে। গীতা পাঠের ফলে আপনার সন্তান ও আপনি বিনয়ী হয়ে উঠবেন। খারাপ কাজে লিপ্ত হবে না। ভগবান আপনি এবং আপনার পরিবারকে সর্বদা বিপদ -আপদে সঠিক পথ দেখাবে। এবং স্বধর্ম রক্ষা ও নিজস্ব সংস্কৃতিকে লালনে সবাইকে গীতা পাঠ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জ্যোগীশিস খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অর্পণ বিকাশ ত্রিপুরা সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক নীলিমা সেন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিটল ময় ত্রিপুরা, সাধারণ সম্পাদক নিতু ত্রিপুরা (ইউপি সদস্য), জ্যোগীশিস জেলা আহবায়ক কমিটি সদস্য সংগঠক পিন্টু বিকাশ ত্রিপুরা।
উল্লেখ্য বিশিষ্ট শিল্পপতি অদুল কান্তি চৌধুরীর অর্থায়নে নির্মিত খাগড়াছড়ির সদরস্ত চেলাছড়া পাড়া শ্রীশ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেন সনাতন ধর্মের ভিত্তি মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা চর্চার জন্য।