জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে লংগদুতে র্যালি
মোঃ আব্দুর রহমি,লঙ্গদুু : লংগদুউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে সকাল দশটায়র্যালিটি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা এর নেতৃত্বে প্রধানঅতিথি হিসেবে র্যালিতে অংশগ্রহণ করেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী ও ব্রাকের স্বাস্থ্য কর্মীগন র্যালিতে এসময় অংশ গ্রহণ করেন।
অন্যান্য অতিথির মধ্যে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জ্যোতিষ বিকাশ চাকমা, উপজেলা ব্রাক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোঃ মনির হোসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফখরুলইসলাম।