মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) অর্থায়নে পরিচালিত এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নাধীন Biodiversity Ecosystem Restoration for Community Resilience (BERCR) প্রকল্পের আওতায় চারাগাছ বিতরণ করা হয়েছে।
২৪ আগস্ট রোববার উপজেলার ৫২নং পাবলাখালী মৌজা বন, ৫১নং দীঘিনালা মৌজা বন, ৫০নং বাঘাইছড়ি মৌজা বন, জারুলছড়ি মৌজা বন, ৪৮নং ডানে ধনপাড়া মৌজা বন এবং ছাতারা ছড়া মৌজা বনের জন্য মোট ৩ হাজার ৪৯৬টি বিভিন্ন প্রজাতির ওষুধি, ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
এছাড়া মেরুং ইউনিয়নের নয় মাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কবাখালী ইউনিয়নের হাজাছড়া জোড়াব্রিজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১১৬টি ওষুধি, ফুল ও অন্যান্য প্রজাতির চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. আল আমিন, সাংবাদিক মো. সোহেল রানা, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন চাকমা, UNDP খাগড়াছড়ি জেলার প্রকল্প ফোকাল অংখ্যসেন মারমা এবং BERCR প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা প্রমুখ।