জেলা পরিষদের অর্থায়নে মাটিরাঙ্গায় মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে পায়জামা ও পাঞ্জাবি বিতরণ

শেয়ার করুন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা মাটিরাঙ্গা উপজেলায় বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে ।

৪ আগস্ট মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ সব পোশাক বিতরন করেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম সুমন ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত শিক্ষা অর্জনের গুরুত্ব অপরিসীম । পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে । মনের রাখতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দেশের কল্যাণে নিয়োজিত করতে হবে । তবেই মানব জন্ম সার্থক হবে ।এছাড়াও দক্ষ জনগোষ্ঠী দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে উল্লেখ করে আগামী প্রজন্মকে বিভিন্ন কারিগরি শিক্ষা অর্জনেও এগিয়ে আসার আহ্বান জানান ।

এসময় বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থী, অভিভাবক , সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।