দিঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ২ কর্মী নিহত
পাহাড়ের আলো: খাগড়াছড়ির দিঘিনালার বানছড়া এলাকায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ২কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের নাম সোহেল চাকমা (৩৫) ও নিক্সন চাকমা (২৮) বলে সূত্র জানায়। ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। – বিস্তারিত আসছে।