দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার(২১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কবাখালী আল আমিন বাড়িয়া মাদ্রাসা মাঠ থেকে একটি জুলুস বের হয়| পরে জুলুসটি উপজেলার দীঘিনালা থানা বাজার, বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ করে সড়ক ও জনপথ মাঠে সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভায় দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক- মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা শাহজাহান সিরাজী, মাওলানা আবুল কালাম, মাওলানা সেলিম উদ্দিন ও হাফেজ সাইফুল ইসলাম। সভায় মোনাজাত পরিচালনা করেন – মাওলানা জয়নাল আবেদীন আল ক্বাদেরী।
আলোচনায় বক্তারা ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন।