মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসুস্থ ও হতদরিদ্র বিএনপি কর্মীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের মায়াফাপাড়া এলাকায় স্থানীয় দুই কর্মীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন নেতারা।
কেন্দ্রীয় বিএনপি’র সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে এ সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা নেতারা। এ সময় তারা অসুস্থ কর্মীদের শারীরিক খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, মৎস্য বিষয়ক সম্পাদক সোলেমান ভূইয়া দুলাল, সহপ্রচার সম্পাদক জাকির হোসেন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের নেতা হালিম উদ্দিন নয়ন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বোয়ালখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু। মঞ্জু বলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে আমরা অসুস্থ ও হতদরিদ্র কর্মীদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি কেবল রাজনীতি করে না, নিজেদের কর্মী ও জনগণের দুঃসময়েও পাশে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।