দীঘিনালায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়

 দীঘিনালায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরীর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১ ডিসেম্বর রবিবার ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা (এর্ডহক) কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা রাঙ্গা মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব, বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা সোনামিত্র চাকমা, সঞ্চয়ন চাকমা, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক, এর্ডহক কমিটির সদস্য ও সহকারী শিক্ষক আক্কাস আলী, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনা বড়ুয়া, সহকারী শিক্ষক শামসুরন্নাহার, উত্তর বড়ুয়া, অভিভাবকদের পক্ষে শীলব্রত বড়ুয়া, প্রাক্তন বিদ্যালয়ের পরিচালনার পক্ষে স্বপন কান্তি বিশ্বাস ও জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষার্থীদের পক্ষে ঝুমা বিশ্বাস ও ফারহানা আক্তার  বক্তব্য রাখেন।

এছাড়া এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো: মাইনুদ্দিন, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা,  সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এদিকে সম্মানিত অতিথি ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী। এসময় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা একে একে ফুল দিয়ে সংবর্ধনা জানান। প্রিয় শিক্ষকের মন কাড়তে অনেকে দিয়েছেন বাহারি ধরনের উপহার সামগ্রী। দীর্ঘদিন ধরে এক সাথে চলা শিক্ষকবৃন্দ প্রিয় মানুষকে বিদায় জানাতে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। ৩০ বছরের চাকরিজীবনে সর্বশেষ বোয়ালখালী প্রাথমিক বিদ্যালয় ৮ বছর শিক্ষকগতা করেছেন পঙ্কজ কুমার চৌধুরী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post