দীঘিনালায় বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ শুরু

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার ইয়াং স্টার ক্লাবে ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শান্তি প্রিয় চাকমা ও নুরুল ইসলাম চৌধুরী, মৎস্য বিষয়ক সম্পাদক মো. সোলেমান ভূঁইয়া দুলাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।