দীঘিনালায় জেএসএস’র সাবেক কর্মী নিহত
- খাগড়াছড়ি খাগড়াছড়ি সংবাদ দীঘিনালা পাহাড়ের সংবাদ শিরোনাম স্লাইড নিউজ
- পাহাড়ের আলো
- August 8, 2018
- 0
- 47
- 2 minutes read
স্টাফ রিপোর্টার: দীঘিনালায় ৭ অাগস্ট মঙ্গলবার রাত সোয়া ৯টায় মঞ্জুর আলম (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জেএসএস (এমএন লারমা) পক্ষের সাবেক কর্মী। পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ২৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি জব্দ করা হয়। দীঘিনালা সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলো মিটার।
লাশের সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) ফারুক হোসাইন সাংবাদিকদের বলেন, ‘লাশের শরীরের বিভিন্ন স্থানে ২৩টি গুলির চিহ্ন রয়েছে। ’মঞ্জুরের স্ত্রী সুজাতা চাকমা বলেন, তাঁর স্বামী পাঁচ বছর আগে আঞ্চলিক দল ছেড়ে দিয়ে মাছ চাষ ও বাগান এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্জুরের লাশ পড়ে আছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঞ্জুর আলমকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ২৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।