খাগড়াছড়ি প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই শেষে খালাস পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ১০ আগস্ট রবিবার তার আপিল মঞ্জুর করে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওয়াদুদ ভূঁইয়াকে খালাস দেন। আদালতে তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এসএম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী মাকসুদ উল্লাহ।
মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩ মার্চ দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। একই বছরের ৬ জুন মামলায় চার্জশিট দাখিল করা হয় এবং ২২ জুলাই রায় ঘোষণায় তিন ধারায় মোট ২০ বছরের দণ্ড দেওয়া হয়—যার মধ্যে ৩ বছর, ১০ বছর ও ৭ বছরের পৃথক সাজা অন্তর্ভুক্ত ছিল।
রায়ের বিরুদ্ধে আপিলের প্রেক্ষিতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে হাইকোর্ট তাকে খালাস দেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় ওয়াদুদ ভূঁইয়া বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে ১/১১-এর জেনারেল মঈন উদ্দিন, জেনারেল মাসুদ উদ্দিন ও ফখরু উদ্দিন সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে (১০ আগস্ট ২০২৫) আরেকটি সুফল পেলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ মহামান্য হাইকোর্ট ও ব্যারিস্টার কায়সার কামালের প্রতি।”