• December 22, 2024

দুঃখ কষ্টের দিন শেষ, পেনশন পাবে বয়স শেষ

 দুঃখ কষ্টের দিন শেষ, পেনশন পাবে বয়স শেষ

বিএম.বাশার,গুইমারা: খাগড়াছড়ির গুইমারায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন এ স্লোগানকে সামনে রেখে গুচ্ছগ্রামের রেশনদারি, ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে এই অবহিতকরণ সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশে গত দুই মাসব্যাপী অনুষ্ঠানে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ বেলাল হোসেন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ইউএনও রাজীব চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বজনীন পেনশনের বিকল্প নেই। কর্মজীবন শেষে নিরাপদ ভবিষ্যৎ গড়তে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য।

পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলে শেষ বয়সে সন্তানের ওপর নির্ভর করতে হবে না মা, বাবাদের যেতেও হবেনা বৃদ্ধাশ্রমে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post