নানা আয়োজনে নানুপুরে ১২দিন ব্যাপী পবিত্র ভিক্ষু পরিবাস ব্রত সম্পন্ন
শাহনেওয়াজ নাজিম: ফটিকছড়ির ঐতিহ্যবাহী নানুপুর-নিশ্চিন্তাপুর গ্রামের উপাসক-উপাসিকাবৃন্দ ও সংঘরাজ শীলালংকার-রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১২দিন ব্যাপী পবিত্র ভিক্ষু পরিবাস ব্রত অনুষ্ঠিত হয়েছে। নানুপুর গৌতম বিহার সংলগ্ন মাঠে ২৪শে ফেব্রুয়ারি থেকে বৈকালিক সংঘদান ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। ৬মার্চ সকাল হতে অষ্টপরিষ্কারসহ সংঘদান, স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
এতে ৬জন মুক্তিযোদ্ধা, ৪৪জন দাতা ও ‘সদ্ধর্মধ্বজা’ উপাধিপ্রাপ্ত ফটিকছড়ির আঞ্চলিক সংঘপ্রধান ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির মহােদয়কে সম্মাননা প্রদান করা হয়। প্রথম পর্বে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভদন্ত অক্ষয়ানন্দ মহাস্থবির।
২য় পর্বে উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু সুপ্ত ভূষণ বড়ুয়া, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত প্রজ্ঞেন্দিয় স্থবির, সংবর্ধিত অতিথি ছিলেন সদ্ধর্মধ্বজ শ্রদ্ধালংকার মহাস্থবির। বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি গৌতম সেবক বড়ুয়া, সচিব ধনঞ্জয় বড়ুয়া রুবেল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অমৃত বড়ুয়া, শেফু বড়ুয়া ও রুবেল বড়ুয়া।
এতে অনুষ্ঠান উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি মাস্টার বিধান চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক দিপক কান্তি বড়ুয়া, কর্মকর্তা আমেরিকা প্রবাসী রনজয় বড়ুয়া রনি, বাবু কেন্টু বড়ুয়া, ইউপি সদস্য প্রশান্ত বড়ুয়া সহ বিপুল সংখ্যক পূণ্যার্থী উপস্থিত ছিলেন।