পানছড়িতে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। ২০ আগস্ট বুধবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সভাপতি সঞ্চয় চাকমা। উদ্বোধনী দিনে মাঠে খেলা উপভোগ করতে হাজারো দর্শক ভিড় জমায়। উদ্বোধনী খেলায় বিরেন্দ্র পাড়া একাদশ ৬–১ গোলে আদি ত্রিপুরা যুব মিলন সংঘকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে। এবারের আসরে পানছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল চারটি গ্রুপে অংশ নিচ্ছে।

এ গ্রুপে: কালানাল একাদশ, পাইয়ুং পাড়া একাদশ, ফ্রেন্ড ওয়ারিয়র্স একাদশ ও চন্দ্র কারবারি পাড়া একাদশ।
বি গ্রুপে: পুজগাং করল্যাছড়ি একাদশ, বাবুড়া পাড়া পহর ফুদোক একাদশ, স্বপ্নসিঁড়ি পুজগাং একাদশ ও হিল পাওয়ার ক্লাব (চৌধুরী পাড়া) একাদশ। সি গ্রুপে: বিজক স্কোয়াড দুদুকছড়া একাদশ, সাওতাল পাড়া একাদশ, সংযোয়ার নবোদয় ক্লাব (জগপাড়া) একাদশ ও সবুজ ক্লাব একাদশ। ডি গ্রুপে: কুড়াদিয়া ছড়া প্রজন্ম ক্লাব একাদশ, যদাবল লতিবান একাদশ, আদি ত্রিপুরা যুব মিলন সংঘ একাদশ ও বিরেন্দ্র পাড়া একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, কালা চাঁদ চাকমা ও অনিল চন্দ্র চাকমা। এছাড়াও ছিলেন স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সহ-সভাপতি ঊষাতন চাকমা, ক্রীড়া সম্পাদক তথোমনি চাকমা, শিক্ষক প্রবীন চন্দ্র চাকমা, টুকু চাকমা, ইউপি সদস্য রঞ্জিত চাকমা প্রমুখ।

স্থানীয়দের মতে, প্রয়াত প্রগতি চাকমার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।