• December 22, 2024

পানছড়িতে আগুন: ৯টি ফার্ণিচার দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৯টি ফার্ণিচার দোকান। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এলাকায় মো: আলী মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফার্নিচার মার্কেটের মালিক মো: আমান উল্লাহ সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফার্নিচার ব্যবসায়ী আজিজুল জানায়, আমার ৩টি দোকানসহ প্রতিটি দোকানেই তৈরি ফার্নিচারে ভরপুর ছিল। বিভিন্ন সমিতি থেকে লোন দিয়ে দাঁড় করানো প্রতিষ্ঠানগুলোর মালিকেরা এখন দিশেহারা।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তাদের জন্য কিছু করা যায় কী না তা দেখা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post