পানছড়িতে একমাত্র জিপিএ ৫ পেল দীপা নন্দী
পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় এবার এইচএসসিতে একমাত্র জিপিএ ৫ পেয়েছে দীপা নন্দী। পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইসএসসিতে রয়েছে তার জিপিএ ৫। পানছড়ি ডিগ্রী কলেজে সে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা তার এ ফলাফলে খুশী। তিনি বলেন, অল্পতেই সব কিছু বুঝে নিতে পারে। ভবিষ্যতে সে অনেক ভালো করবে বলে আশা প্রকাশ করেন। দীপা নন্দী জানায়, কলেজ অধ্যক্ষ সমীর দত্ত স্যার ভর্তি থেকে শুরু করে ফরমফিলাপ পর্যন্ত সব কিছুই ফ্রি দিয়েছে। তাই কোন টেনশন ছাড়াই নিজের পড়ালেখাটুকু ঠিক ভাবে করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ে উচ্চতর ডিগ্রী নিয়ে ভবিষ্যতে দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার স্বপ্ন বুনছে দীপা।
জানা যায়, দীপার বাবা সুভাষ নন্দী জন্মের পর মাকেসহ পাঠিয়ে দেয় বাপের বাড়ি। দীপার মা পপি দাসও মানসিক প্রতিবন্ধী। সেই থেকে মামা সঞ্জয় দাশ ও মামী চুমকি বিশ্বাসের অভাবের সংসারে তার বেড়ে উঠা। মামা-মামীর অভাবের সংসারে সে কোনদিন অভাব অনুভব করেনি। যখন যা দরকার মামা-মামী সময়মতো দিয়েছে। মামী চুমকি বিশ্বাস জানায়, তিন বছর বয়স থেকেই সে আমাদের সংসারে। অভাবের সংসার হলেও তার চাহিদা মেটাতে চেষ্টা করেছি। পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি মো: হাসানুজ্জামান বলেন, সে আমাদের সংঘের গর্ব। তার পাশে থেকে সহযোগিতা কথা জানান তিনি।