পানছড়িতে বই উৎসব, নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: পানছড়িতে বই উৎসব পালিত হয়েছে। ১ জনুয়ারি বুধবার সকাল ৭টা থেকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্টান ইসলামী ফাউন্ডেশন (ইফা) প্রথমেই শুরু করে এই উৎসব। এরপর প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ইসলামী প্রতিষ্টান গুলোতেও শুরু হয় উৎসবের কার্যক্রম।

পানছড়ি বাজার মর্ডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্টানটির এসএমসি‘র সভাপতি ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা বিপাশা সরকারের স্বাগত বক্তব্যের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সুজিত মিত্র চাকমা। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মাসুদ পারভেজ এর পরিচালিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দে, পিটিএ‘র সভাপতি শাহাজাহান কবির সাজু প্রমূখ।

এছাড়াও ইসলামী ফাউন্ডেশন (ইফা) এর মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প সকাল ৭টা থেকে ইফার পানছড়ির দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদ আলী বই উৎসব এর উদ্বোধন করেন। মোট ৪৪টি কেন্দ্রে উৎসবটি পালন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post