• December 27, 2024

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সুসময় চাকমা (৪৬) প্রকাশ তারাবন চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পানছড়ির অক্ষয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের গুলিতে নিহত সুসময় চাকমা প্রকাশ তারাবন চাকমা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার কেরেংছড়ি এলাকার বাসিন্দা। নিহত সুসময় চাকমা প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের পানছড়ি উপজেলা সংগঠক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পুজগাঙের অক্ষয়পাড়া এলাকায় সাংগঠনিক কাজে গেলে প্রতিপক্ষের স্বশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুসময় চাকমাকে নিজেদের কর্মী দাবী করে পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা।

তবে এ ঘটনার নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, জেএসএস সংস্কার এ ঘটনার সাথে জড়িত নয়।
পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়েছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post