পানছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মাণ শ্রমিক ও চা দোকান্দার নিহত
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং বাজার এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে এক বাঙ্গালী শ্রমিকসহ দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। ২৪ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০/১৫জন পাহাড়ি সন্ত্রাসী দল পুজগাং বাজারে এলোপাথারি গুলি ছুড়েতে থাকে। এ সময় এক বাঙ্গালী নির্মাণ শ্রমিক এর বুকের ডান পাশে গুলি লাগে। তার নাম মোঃ সোহেল রানা (৩৩)। তার বাড়ি চট্রগ্রামের দোহাজারী উপজেলার ছিপাততলী গ্রামের আঃ মান্নানের ছেলে। অপর দিকে নিহত উপজাতীর নাম চিক্কু চাকমা (৩৫) (চা দোকানদার) সে লোগাং এলাকার র্যান্ডিয়াপাড়া এলাকার বাসিন্দা রতœ কান্তি চাকমা। ঘটনার পরপর পুজগাং বাজারটি বন্ধ হয়ে গেছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন, লাশ এখনো থানায় রয়েছে এখনো কেউ আসে নি।
ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা এ ঘটনার জন্য জেএসএস (এমএন) গ্রুপকে দায়ী করে বলেছেন, এ সময় সন্ত্রাসীরা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিসও জ্বালিয়ে দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস (এমএন) গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, এলাকাটি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের অধ্যুষিত এলাকা। এখানে অন্য কোন সংগঠনের কার্যক্রম নেই।