• December 22, 2024

পানছড়িতে সেনাবাহিনীর আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি সেনা জোনের অধিনে পানছড়ি সাব জোন কতৃক পরিচালিত উপজেলার শিক্ষিত, বেকার ও দরিদ্র শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট কোর্সের ১ম ও ২য় ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্টান/২০১৯ উপলক্ষে আলোচনা সভা ২২ জুলাই সোমবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ২২বীর খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল আরাফাত হোসেন পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সত্য নারায়ন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, প্রশিক্ষাণার্থী মোঃ ইউনুছ আলী, বিপাশা চাকমা প্রমূখ।

প্রসঙ্গত, কম্পিউটার প্রশিক্ষণের ১ম কোর্সে ৮জন, ২য় কোর্সে ১৮জন শিক্ষিত বেকার যুবক/যুবতী ২মাস ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং ১৯জন প্রশিক্ষাণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। অপর দিকে আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাব জোন কম্পাউন্ডে কলেজ শিক্ষার্থীদের বই বিতরণ করেন ২২বীর খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post