• December 27, 2024

পানছড়ির উল্টাছড়ি স্কুলে অভিভাবক সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বুধবার অনুষ্টিত হয়েছে। প্রতিষ্টানটির সভাপতি মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন প্রমূখ। প্রতিষ্টানটির সিনিয়র শিক্ষক শুভাষ দেব এর পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদে আ‘লীগের প্রার্থী বিজয় কুমার দেব, উপজেলা আ“লীগের সাংঘঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, অভিভাবক আঃ ছাত্তার প্রমূখ।

উল্টাছড়ির মতো একটি এলাকায় এত বড় শিক্ষা প্রতিষ্টান আজ মাথা উচু করে দাঁড়িয়ে আছে যার কারণে শতশত ছাত্র/ছাত্রীরা আজ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, শিক্ষা গ্রহণের মাধ্যমেই সকল জাতী আজ মাথা উচু করে বাঁচতে পারছে, তাই সবাইকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post