• July 12, 2025

পাহাড়ের শিক্ষার প্রসারে ভুমিকা রাখছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

 পাহাড়ের শিক্ষার প্রসারে ভুমিকা রাখছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:  বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার ১৯তম ও সরকারি কলেজ শাখার ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গাড়ীটানা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

উপজেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রেম চন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি কুমার সুইচিংপ্রু সাইন। এতে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী এবং অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের উপজেলা সহ-সভাপতি শিমুল ত্রিপুরা ও ছাত্রী বিষয়ক সম্পাদক সীমা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমাছ, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, ত্রিপুরা কল্যান সংসদ মানিকছড়ি আঞ্চলিক শাখার সভাপতি শিমন ত্রিপুরা, সাধারণ সম্পাদক রবিন্দ্র ত্রিপুরা, উপজেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সত্যেন ত্রিপুরা, কলেজ শাখার সভাপতি বিপুল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শ্যামন্ত ত্রিপুরা।

এসময় বক্তারা বলেন, ‘ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম’ পাহাড়ের শিক্ষার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কাজ করছে সংগঠনটি’।

আলোচনা শেষে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে উপজেলা কমিটিতে প্রেম চন্দ্র ত্রিপুরাকে পুনরায় সভাপতি, রনি স্টিভেন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সীমা ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক এবং কলেজ কমিটিতে বিপুল ত্রিপুরাকে সভাপতি, শ্যামন্ত ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও বিক্রয় ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ত্রিপুরা শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় কাউন্সিল অধিবেশন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply