ফটিকছড়ি বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গুইমারা রিজিয়ন কমান্ডার

 ফটিকছড়ি বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গুইমারা রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার: ফটিকছড়ি উপজেলায় বন্যা দূর্গতদের পাশে দাড়িয়ে সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়েছে গুইমারা রিজিয়ন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দূর্গত মানুষেরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না। সেজন্য প্রতিনিয়ত ত্রাণ সহায়তা এবং সকল প্রকার সাহায্য প্রক্রিয়া করে চলেছে গুইমারা রিজিয়নের সেনাসদস্যরা।

এই মহৎ কাজের তৎপরতা বেগবান করতে রোববার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শনের সময় ১হাজার ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন। এ সময়ে গুইমারা রিজিয়নের একটি মেডিকেল টিম দ্বারা বিনামূল্যে বন্যা দূর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ৭০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে।

রিজিয়ন কমান্ডার স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিয় করেন এবং তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্তক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post