ফটিকছড়িতে ইয়াবাসহ এক যুবক আটক
শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে ২২পিস ইয়াবাসহ আবুল কালাম সোহেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টায় ফটিকছড়ি থানাধীন জাফতনগর পুলিশ ফাঁড়ি গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার পূর্ব ধর্মপুর সোবহান বাপের বাড়ি হতে তাকে আটক করে।
আটককৃত আবুল কালাম সোহেল ধর্মপুর ২নং ওয়ার্ডের বড়ির বাপের বাড়ির আবু তাহেরের ছেলে।
জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বক্কর জানান, পূর্ব ধর্মপুর হতে ২২পিস ইয়াবাসহ সোহেল নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানায় হস্তান্তর করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।