• July 7, 2025

ফটিকছড়িতে গার্মেন্টস কর্মীর করোনা পজিটিভ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: এবার ফটিকছড়িতে চিকিৎসকের পর এক গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে ফটিকছড়িতে করোনায় আক্রান্তের সংখ্যা ২জন। আক্রান্ত গার্মেন্টস কর্মী জরিনা বেগম(২৬)। সে  ফটিকছড়ি’র বাগানবাজার ইউপি’র পূর্ব হলদিয়ার গণি মিয়ার কন্যা। পরিবারের তাদের আরো৪ সদস্য সংখ্যা নিয়ে তাদের বসবাস। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন।

জানা যায়, আক্রান্ত জরিনা বেগম (২৬) চট্টগ্রামের একটা গার্মেন্টসে চাকরী করেন, সে চট্টগ্রামের সাগরিকা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন,অসুস্থতা নিয়ে ৩ মে সন্দেহভাজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কোভিট-১৯ টেস্ট করেন,এবং ওই দিনই টেস্ট করে সে তার নিজ বাড়ি ফটিকছড়ি বাগানবাজারে চলে আসেন। এরপর গতকাল (৮ মে) তার করোনা টেস্ট পজিটিভ আসে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সায়েদুল আরেফিন বলেন, করোনায় আক্রান্ত জরিনা বেগম করোনা টেস্ট করার পর থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন, বাড়ি লকডাউন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মহিলার অবস্থা স্বাভাবিক ও সুস্থ ।চট্টগ্রাম  হাসপাতালে পাঠানোর  জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগেও এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post